চাঁদপুর খবর রির্পোট: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের খোঁজখবন নিতে বালিয়া ইউনিয়নে যান চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
গতকাল ২০সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টায় শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া শেষে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে যান চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: আল এমরান খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে কিছু অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন এবং সরকার তাদের পাশে থাকবে বলে জানান জেলা প্রশাসক।