মৈশাদীতে শহীদদের পাশে চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহসীন উদ্দিন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি গ্রামের শহীদ আব্দুল্লাহ কবির ও শহীদ জিহাদ সরদারের কবর জিয়ারত করা হয়েছে।
গতকাল ২০সেপ্টেম্বর (শুক্রবার) বেলা সাড়ে ১২টায় শহীদ আব্দুল্লাহ কবির ও শহীদ জিহাদ সরদারের কবর জিয়ারত করেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।
পরে তিনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাসের বাড়ির (খান বাড়ি) শহীদ আব্দুল্লাহ কবির এর পরিবারের খোঁজখবর নেন। এরপর ৬নং ওয়ার্ডের সরদার বাড়ির সোহাগ খানের ছেলে শহীদ জিহাদ সরদার পরিবারের খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, চাঁদপুর সদর থানা বিএনপির সহ-সভাপতি খান আব্দুস সাত্তার মাষ্টার, ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: শফিকুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন,
মৈশাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: খাইরুল বাশার, চাঁদপুর সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: ইমরান খান ইমু, মৈশাদী ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল মৃধা কালু, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল বেপারী,
সাধারণ সম্পাদক মো: ফয়সাল খান, সমাজসেবক মো: নুরুজ্জামান খান বাবলু সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার মুরুব্বী বৃন্দগণ।

সম্পর্কিত খবর