স্টাফ রিপোর্টার : বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সুস্থ্যতা কামনায় চাঁদপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুমআ শহরের পালপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করে বেরসকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারী ঐক্য জোট চাঁদপুর জেলা শাখা।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ আহসান হাবীব।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেরসকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারী ঐক্য জোট চাঁদপুর জেলা শাখা সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সহ-সভাপতি এবিএম শাহ আলম টিপু, অধ্যক্ষ মাওলানা মো. মকবুল আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, মো. শাহজাহান, সাংগঠনিক মো. সাইফুল ইসলাম, জিয়া পরিষদ চাঁদপুর জেলা সভাপতি অ্যাড. আব্দুল্লাহীল বাকি, যুগ্ম সম্পাদক মোরশেদ সেলিম, জাসাসের চাঁদপুর জেলা সভাপতি এমদাদুল হক মিলন প্রমূখ।
উল্লেখ্য, অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া অসুস্থ্য হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।