প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চাঁদপুর জেলার অধীনস্থ হাজিগঞ্জ উপজেলা যুবদল,পৌর যুবদল এবং তাদের অধীনস্থ ইউনিট ও ওয়ার্ড সহ সকল কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক পত্রে কমিটি বিলুপ্তের সত্যটা নিশ্চিত হওয়া গেছে।
পত্র সূত্র জানা যায়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে সংশ্লিষ্টতার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলা ও হাজীগঞ্জ পৌর যুবদল এবং তাদের অধীনস্থ ইউনিয়ন ও ওয়ার্ড সহ সকল কমিটি বিলুপ্ত করা হলো।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।