প্রেস বিজ্ঞপ্তি।। চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলা, পৌর, কলেজ,ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটির সমূহ বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদ মর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
পত্র সূত্রে জানা যায়,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর জেলা ছাত্রদলের অধীনস্থ হাজীগঞ্জ উপজেলা,পৌর,কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটির সমূহ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হলো। শীঘ্রই উক্ত ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।