স্টাফ রিপোর্টার : একাধিক মামলার আসামী ও নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়ার দীর্ঘ দিন পর প্রবাস থেকে প্রথম বারের মতো চাঁদপুরের কচুয়ার নিজ এলাকায় দেশে ফিরলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের সাবেক এপিএস মো. মাহমুব আলম মৃধা। বুধবার তিনি পর্তুগাল থেকে ঢাকা ফিরেন।
পরে বৃহস্পতিবার দুপুরে তাকে ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে মোটর শোভা যাত্রার মাধ্যমে পথে পথে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
পরে তিনি কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় এবং সাংবাদিকদের সাথে বর্তমান প্রেক্ষপট নিয়ে বিভিন্ন বিষয়ে ব্যাপক আলাপ-আলোচনা করেন।
এসময় কচুয়া পৌর যুবদলের সাধারন সম্পাদক কাজী আনোয়ার ফরহাদ,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারী,সহ-সভাপতি কামরুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক সম্রাট রইছ উদ্দিন চৌধুরী,কচুয়া পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ,
সিনিয়র সহ-সভাপতি নূরে আলম নুর,সাধারন সম্পাদক মহিন খান,পলিটেকনিক্যাল শাখা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম,যুগ্ন আহ্বায়ক সারোয়ার ইসলাম মাহিন,সাজেদুল হাসান,অভি পাটওয়ারী,হায়দার আলী,মেহেদী হাসান এ্যানি,সদস্য সচিব সবুজ হোসাইন,কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান,সাধারন সম্পাদক কাউছার আহমেদ,
পৌর যুবদল নেতা শরীফ উদ্দিন অনিক,সদর ইউনিয়ন যুবদলের সভাপতি অলি উল্যাহ,কচুয়া উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল হাসানাত,বিতারা ইউনিয়ন (পশ্চিম) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন পাটওয়ারীযুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর সরকার,
আলী আকবর তুহিন,সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাব্বি,কড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান,সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।