সমির ভট্রাচার্য্য : চাঁদপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, বদলে যাওয়া বাংলাদেশে সবাইকে বদলে যেতে হবে, বদলে যাওয়া নাগরিক হতে হবে। সেটা মুখে না সেটা কাজে দেখাতে হবে।
আপনারা বর্তমান বাংলাদেশের মানুষের পারসেপশনটা বুঝতে হবে। সে অনুযায়ী কাজ করতে হবে।
বিশেষ করে দূর্নীতিতে আমার অফিসসহ সবাইকে বলতে চাই আপনাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, দুদক ধরে নিয়ে যায়, আপনার বিরুদ্ধে কোন পত্রিকায় নিউজ হলে এই নিউজটা আপনার আশে পাশে সবাই দেখবে, জেলার সবাই দেখবে, আপনার আত্মীয়-স্বজনরা দেখবে, আপনার বন্ধু বান্দবরা দেখবে, আপনি সিদ্ধান্ত নেন, আপনি সম্মান চান, না টাকা চান।
আপনি যদি অনিয়ম করেন, দুর্নীতি করেন, আপনাকে যখন এরেস্ট করবে, আপনার বিরুদ্ধে যখন ব্যবস্থা নিবে তখন আপনাকে কেউ সাপোর্ট দিবেনা। তাই সবাইকে সাবধান হতে হবে। তাছাড়া আমি মাদকের বিরুদ্ধেও কাজ করবো।
এই জেলায় মাদকও থাকবে না। নতুন এসপি আসছে আমি ওনার সাথেও বসবো। তিনি ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুরো বলেন।মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন খান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। এ সময় মতলব উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মাহাম্মদ মোহসীন উদ্দিন ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং উপজেলা প্রঙ্গণে গাছের চারা বিতরণ করেন।