চাঁদপুর খবর রিপোর্ট : আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চাঁদপুরে জেলা পুলিশ সুপার হিসাবে মুহম্মদ আব্দুর রকিব পিপিএম যোগদান করবেন।
বিষয়টি গতকাল রাতে দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছেন চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। তিনি বলেন , আশা করা যাচ্ছে নবাগত পুলিশ সুপার স্যার চাঁদপুর আসতে আজ রাত হতে পারে ।
এদিকে নবাগত পুলিশ সুপারের যোগদানের বিষয়টি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়াও দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন।
গত ১৫সেপ্টেম্বর (রবিবার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারি সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মুহম্মদ আব্দুর রকিব পিপিএমকে চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।
জানা গেছে, তিনি বিসিএস (পুলিশ ক্যাডারের) ২৫তম ব্যাচের একজন কর্মকর্তা। এর পূর্বে তিনি রাজশাহী মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।