মহসিন হোসাইন: চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এবং সহকারী প্রকৌশলীর কার্যালয়ে দুটির একটি অফিসেও উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। এ যেন কর্মবিরতির মতোই দেখায়। যেমনটা মাথা ছাড়া মানুষ।
গতকাল ১৮সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০টায় গিয়ে বেলা ১২টা পর্যন্তও জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি তাঁদেরকে।
গতকাল এই দপ্তরে কিছু তথ্যের জন্য যোগাযোগ করতে গেলে সকাল ১১টায়ও পাওয়া যায়নি দপ্তর প্রধান আবু মুসা মোহাম্মদ ফয়েজ কে। এরপর চলে আসার সময় লক্ষ করলে দেখা যায়, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও নির্বাহী প্রকৌশলীর কার্যালয় দুটির একটিতেও নেই জাতীয় পতাকা উত্তোলনের কোনো চিহ্ন।
দেখে মনে হচ্ছে যেন খুব ঢিলেঢালা ভাবেই চলছে তাদের অফিস কার্যক্রম। বুঝার বাকি নেই আর। এ সকল অফিসের স্টাফদের তেমন কাজও নেই বলে জানা যায়।