স্টাফ রিপোর্টার : কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হেলাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।
বুধবার সকালে ইউএনও কার্যালয়ে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ, কচুয়া ক্যামব্রিয়ান স্কুল স্কাউট গ্রুপ, কচুয়া সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ ও কচুয়া আদর্শ ওপেন স্কাউট গ্রুপের সার্বিক সহযোগিতা এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়।
এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন স্কাউটস সদস্যবৃন্দ।
এসময় কচুয়া আদর্শ ওপেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার বিনয় সরকার, কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট শরীফুল ইসলাম মুন্না, রোভার মেট মাসুম বিল্লা, ওমর সানি, কচুয়া আদর্শ ওপেন স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ নাফিসুর রহমান তামিম, আন্তর্জাতিক সম্পাদক সৈয়দ আরাফাত ছামীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. হেলাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্কাউট এর সদস্যবৃন্দ।