স্টাফ রিপোর্টারঃ গত মঙ্গলবার হভীর রাত চাঁদপুর শাহরাস্তি পৌরসভার হৃদয় খামার থেকে ১৪ টি গরু চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪ টি গরু উদ্ধার করেছে লাঙ্গলকোর্ট থানা পুলিশ ও স্থানীয় জনতা।
বুধবার (১৮ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৮ ঘটিকায় কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা গ্রাম থেকে ১৪ টি গরু উদ্ধার করা হয়।
চুরি যাওয়া ১৪টি গরুর বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা।
খামার মালিক আমিনুল ইসলাম হৃদয় জানান, ১৭ সেপ্টেম্বর মঙ্গল বার গভীর রাতে আমার খামারের পাহারাদার জিতেন কুমারের হা-পা ও মুখ বেধে খামার থেকে চোরাকারবারীরা ১৪টি গরু চুরি করে নিয়ে যায়।
পরদিন বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে বিভিন্ন বাজারের সিসি ক্যামরার মাধ্যমে লাঙ্গলকোর্ট থানার বাঙ্গড্ডা এলাকায় চোরাকারবারিদের তথ্য নিশ্চিত হয়ে লাঙ্গলকোর্ট থানা পুলিশকে ঘটনাটি জানান। ওই দিন পুলিশ ও স্থানীয় জনতা অভিযান চালিয়ে চুরি হওয়া গরু উদ্ধার করে । এ ঘটনায় গরু চোরাকারবারীদের সনাক্ত করা যায়নি।