চাঁসকের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের কার্যক্রম থেকে কামরুল হাছানকে অব্যাহতি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজের সহকারী অধ্যাপক (উদ্ভিদবিজ্ঞান) মোহাম্মদ কামরুল হাছানকে বিভাগের সমস্ত কার্যক্রম থেকে বিরত করা হয়েছে।

১৩আগস্ট চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: ইকবাল হোসেন খান স্বাক্ষরিত পত্রে তাকে বিভাগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ছাড়াও জানা গেছে, চাঁদপুর সরকারি কলেজের ছাত্রদের পক্ষ থেকে সহকারী অধ্যাপক (উদ্ভিদবিজ্ঞান) মোহাম্মদ কামরুল হাছানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে ।

এ বিষয়ে চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান বলেন, এটা একটি যড়যন্ত্র। আমার মনে হয় এদেরকে কেউ পিছন থেকে ইন্দন দিচ্ছে। তবে আমার বিরুদ্ধে সকল অভিযোগ ভিত্তিহীন এবং পরবর্তিতে সময় হলে আপনাদের জানাবো।

সম্পর্কিত খবর