স্টাফ রিপোর্টার : মতলব উত্তর উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বুধবার দুপুরে অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচআনী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান ছাত্রীদের বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছে। দশম শ্রেণির এক শিক্ষার্থী বিদায় অনুষ্ঠানে শিক্ষক ওয়াহিদুজ্জামানের কাছে গেলে ঐ ছাত্রীকে কমনরুমে ডেকে নিয়ে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।
শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি জানাজানি হলে ঐ শিক্ষক ক্লাসের সকল শিক্ষার্থীদের বেধম প্রহার করে। পরবর্তীতে শিক্ষার্থীরা অবিভাবকের সাথে আলাপ করলে শিক্ষক ওয়াহিদুজ্জামানে বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করতে বলেন। পরে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানের নিকট একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের কোন প্রতিকার না পেলে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষক ওয়াহিদুজ্জামানের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন বিদ্যালয়ে শিক্ষার্থীরা। অভিযুক্ত ঐ শিক্ষকের পদত্যাগ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে সমস্ত ক্লাস বর্জন করেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ সময় অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।
অভিযুক্ত শিক্ষক ওয়াহিদুজ্জামান জানান, আমি এখন দূরে আছি, এ বিষয়ে আমি কোন কথা বলতে পারবো না।
পাঁচআনী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান জানান, এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার নিকট একটি লিখিত অভিযোগ করেছে। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি। তারা আগামী সোমবার উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের ডেকেছেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা জানান, ঘটনাটি আমি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠিয়েছি। সোমবার আমার কার্যালয়ে তাদেরকে ডেকেছি। ঘটনা সত্য হলে অবশ্যই বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।