চাঁদপুর খবর রির্পোট: মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিকরা।
আগের নিয়মে নিয়োগ পরীক্ষা নেয়ার দাবিতে তারা লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।
মঙ্গলবার দুপুরে তারা কর্মসূচি প্রত্যাহার করে অধিদপ্তরের সামনে থেকে সরে যান।
এর আগে কর্মসূচি শুরুর এক পর্যায়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের সঙ্গে গ্রন্থাগারিকদের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
এ সময় মহাপরিচালক তাদেরকে জানান, এই দাবির কথা তিনি শিক্ষা সচিবের কাছে বলবেন একইসঙ্গে মন্ত্রণালয়ে পাঠাবেন।
এর আগে সকাল থেকে তারা আগের নিয়মে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণাও দেন তারা।
চাকরিপ্রত্যাশীরা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) আলোকে সারা দেশের বিভিন্ন মাদরাসায় নবসৃষ্ট পদ গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদের নিয়োগ সচিবের মৌখিক নির্দেশনায় দীর্ঘ ৬ মাস বন্ধ রেখে ২০২১ খ্রিষ্টাব্দের ১৮ জুলাই অফিস আদেশ জারি করা হয়েছে, এই অফিস আদেশ জারির আগে সচিবের মৌখিক নির্দেশনায় দীর্ঘদিন বন্ধ থাকা চাকরি প্রত্যাশীদের আবেদন করা প্রক্রিয়াধীন নিয়োগ পরীক্ষা আগের নিয়মে শেষ করার দাবিতে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিলো। এবং দাবি মেনে না নেয়া হলে, আগামীকাল বুধবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের কথা ছিলো।