চাঁদপুর খবর রির্পোট: বি.আই.ডব্লিউ.টি.এ. নৌসওপ চাঁদপুর শাখার সহকারী আনোয়ার হোসেন এর বিরুদ্ধে দূর্ণীতি, কর্মচারীদের সাথে দু:ব্যবহার সহ বিস্তর অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, তিনি ১৯৯২ সালে চাকুরী হওয়ার পর থেকে একই চেয়ারে ৩২ বৎসর ধরে রাজত্ব করিতেছে।
এমন কোন কাজ নেই যে তিনি করেন না। কর্মচারীদেরকে বদলীর ভয়ভীতি দেখিয়ে প্রতিমাসে হাজার হাজার টাকা কর্মচারীদের কাছ থেকে হাতিয়ে নেয়। তার অত্যাচারে সাধারন কর্মচারীরা অতিষ্ট। বিভিন্ন ঠিকাদারগন তাকে উৎকোচ না দিলে তাদের বিলে উর্দ্ধতন কর্মকর্তারা সই দেন না।
তাহার বদলীর আদেশ হলে তিনি ইউনিয়নের কর্মকতাদের ম্যানেজ করে বদলীর আদেশ স্থগিত করে দেন। এই চেয়ারে বসে তিনি এতটাই টাকা কামাচ্ছেন যে তার পদোন্নতি হলেও তিনি পদোন্নতি খর্ব করেন। তার অত্যাচারে মুখ বুজে সব সহ্য করে সাধারণ কর্মচারীরা। তার এই কাজে তাকে সহযোগিতা করেন ঐ নৌসওপ বিভাগের যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাকী।
আরো জানা যায়, ওনার কাছে সাধারণ কর্মচারীরা কোন বিচার নিয়ে গেলে কোন পাত্তা পাওয়া যায়না। তাই এই দুজন কর্মকর্তার অন্যত্র বদলীর আদেশ হলে সাধারন কর্মচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত।