চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি শারীরিকভাবে গুরুতর অসুস্থ।
তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে সোমবার চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয়। বর্তমানে ঢাকার মীরপুরস্থ আল-হালাল স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ।
চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি আক্তার মাঝির সুস্থতা কামনা করে তার পরিবারবর্গ ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সবার কাছে দোয়া চেয়েছেন।