স্টাফ রিপোর্টার : আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চাঁদপুর জেলা শীল সমিতির আয়োজনে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা কাল মঙ্গলবার কালিবাড়ি মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
৩১ ভাদ্র ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার চাঁদপুর জেলা শীল সমিতির আয়োজনে বিগত বছরের ন্যায় শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা সকাল থেকে সমিতির সদস্য ও তাদের পরিবারবর্গের নারী ও তরুনীরা চাঁদপুর শহরের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে সমবেত হয়।
ঘট ভরা থেকে শুরু করে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজার সকল কার্যক্রম তারা সম্পন্ন করে পূজায় ব্রত হয়েছে। পুরোহিতের মন্ত্রপাঠ করে পূজার সূচনা করবে। দুপুর ১ টায় ভক্তদের অঞ্জলী প্রদান অনুষ্ঠিত হয় । অঞ্জলী শেষে দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির সদস্য ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা জাকজমক ভাবে উদযাপর করার লক্ষ্যে চাঁদপুর জেলা শীল সমিতির সভাপতি চন্দন চন্দ্র শীল ও সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র মজুমদারসহ সমিতির সকল সদস্য স্বার্বিক ভাবে সহযোগিতা করেন।