স্বপন কর্মকার মিঠুনঃ চাঁদপুর শাহরাস্তি উপজেলা ছাত্র দলের সদস্য মোঃ আজগর (২৫) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা। সোমবার রাত আনুমানিক সাড়ে ৯ টায় দৈকামতায় এলাকায় ওই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ছাত্র দলের সদস্য সচিব আজগর সুচিপাড়া বাজার হতে পাথৈর নিজ বাড়িতে যাওয়ার পথে দৈকামতা নামক স্থানে পৌঁছলে পুর্বে ওঁৎ পেতে থাকা বোরহান দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আজগর গুরুতর আহত হয়। আহত আজগরের চিৎকার লোকজন ছুটে এসে তাকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজি জানান, দৈকামতা গ্রামের আওয়ামী সন্ত্রাসী মোঃ বোরহান উদ্দিন উপজেলা ছাত্র দলের সদস্য সচিবের উপর অর্তকিত হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেন। তিনি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বোরহানকে গ্রেফতারে দাবি জানান।
এই ব্যাপারে শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, এখনো কেউ অভিযোগ দায়ের করে নাই। অভিযোগ করলে আইনি সহায়তা দেয়া হবে।