স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারসহ বিভিন্ন স্থানে উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর সমর্থিত এবং বিএনপি দলীয় শীর্ষ নেতাকর্মীদের ছবি সম্মিলিত সাটাঁনো কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিরে ফেলার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে বিএনপি।
রবিবার বিকেলে উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. মকবুল হোসেন মিয়াজী ও উপজেলা যুবদলের আহবায়ক মো. মহিউদ্দিন মজুমদারের নেতৃত্বে সাচার পশ্চিম বাজার থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে সুরমা বাস কাউন্টারে প্রতিবাদ সভা করা হয়।
সাচার ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান স্বপনের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. মকবুল হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহবায়ক মো. মহিউদ্দিন মজুমদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারন সম্পাদক গাজী রশিদ প্রমুখ।
এসময় বিএনপি নেতা মামুন দেওয়ান, বিতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদ উল্যাহ ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আল আমিন মোল্লা, সহ সভাপতি মহসীন প্রধান, উপজেলা ছাত্র ফোরামের সাবেক সভাপতি জিয়া উদ্দিন মজুমদার, সাচার ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম মুন্সি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন লিটন, সাধারন সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহপরান প্রমুখ।
প্রতিবাদ সভায় নেতাকর্মীরা কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর সমর্থিত দলীয় নেতৃবৃন্দের ছবিসহ পোষ্টার-ব্যানার ছিরে ফেলার নিন্দা জানিয়ে দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।