স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও তার পরিবারের উপর হামলা ও স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
১৪ সেপ্টেম্বর শনিবার প্রথমে জেলা বিএনপি কার্যালয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে জেলা স্বেচ্ছাসেবক দল। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর অঙ্গীকারের সামনে গিয়ে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, সামছুল আলম সূর্য, সামছুল আরেফিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন,এই নেক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলে এর জবাব দেওয়া হবে।