চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌরুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ

চাঁদপুর খবর রির্পোট: বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর-নারায়ণগঞ্জ-মতলব রুটে যাত্রীবাহী ছোট-বড় সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক বশির আলী খান।

তিনি বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে আজ সকাল ৬টা থেকে উপকূলীয় অঞ্চলে ৩ নং সমুদ্র সতর্ক সংকেতসহ চাঁদপুর নদীবন্দরে ২ নং সতর্ক সংকেত রয়েছে। এমতাবস্থায় চাঁদপুর নদীবন্দর থেকে নারায়ণগঞ্জ নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নৌচলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। শুধু ঢাকা-চাঁদপুর এবং চাঁদপুর ঢাকা নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক বশির আলী খান।

তিনি বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে আজ সকাল ৬টা থেকে উপকূলীয় অঞ্চলে ৩ নং সমুদ্র সতর্ক সংকেতসহ চাঁদপুর নদীবন্দরে ২ নং সতর্ক সংকেত রয়েছে। এমতাবস্থায় চাঁদপুর নদীবন্দর থেকে নারায়ণগঞ্জ নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নৌচলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। শুধু ঢাকা-চাঁদপুর এবং চাঁদপুর ঢাকা নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক বশির আলী খান বলেন, সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে, সঙ্গে মৃদু বাতাস বইছে ও প্রবহমান নদীতে ঢেউয়েরর কারণে বর্তমানে নদী বহুলাংশে উত্তাল রয়েছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মুহাম্মদ শোয়েব বলেন, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুরে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে।

 

সম্পর্কিত খবর