চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের সঞ্চালনায় বর্ধিত সভাটি শ্রী শ্রী কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, আমরা নিজেরাই মন্দির গুলো নিজেরাই পাহারার ব্যবস্হা করলে ভাল হবে।গত বছরের ন্যায় এবছর ও বিসর্জনের অনুষ্ঠানটি করার দাবী জানানো হয়। আমরা যারা দূর্গা পূজা করবো সবাই ভাই ভাই হিসাবে থাকবো। আমরা বাংলাদেশি এ মনোভাব নিয়ে এ বছর আমরা দূর্গা পূজা উদযাপন করবো।

আমরা চাঁদপুর শহরের পূজা মন্ডপের সমস্যা গুলো শুনেছি।আমরা বসে তা সমাধান করার চেষ্টা করবো।কিছু সুযোগ সন্ধানী লোক আমাদের পূজার অনাকাঙ্ক্ষিত ঘটনার জম্ম দিতে পারে, সেজন্য সজাগ থাকতে হবে।প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্হাপন করতে হবে, তবে ঐ সুযোগ সন্ধানী লোকদের সনাক্ত করতে পারবো।কোনো পূজা মণ্ডপে কোনো ধরনের ঘটনা ঘটলে আমরা সকল উপজেলা পূজা কমিটি ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবো। আগে আমরা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা পূজার্চনা করা হতো, এখন প্রশাসনের সাথে যুক্ত হয়েছে ছাত্র।

কেন্দ্রীয় কমিটির নির্দেশ আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। ফেইজবুকে কোনো ধরনের অপপ্রচার না করার জন্য অনুরোধ করা হয়। দূর্গা পূজা এক সময় রাজকীয় পূজা ছিল। রাজারা এ পূজার আয়োজন করতো, প্রজারা সেখানে যেত। আর এখন এ পূজা হলো স্বার্থিক পূজা, তা ঘরে ঘরে চলে এসেছে। পূজা মণ্ডপ গুলোতে নিজেদের কেই নিরাপত্তা দিতে হবে। বাইরে মানুষ আসবে পরে।

কেন্দ্রীয় সনাতনি জাগরন মঞ্চের সম্বন্নয়ক বিনয় সরকার রিপন, জেলা জম্মাস্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা,শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার,

মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন দাস, মতলব উত্তর উপজেলায় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, চাঁদপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের কোষাধ্যক্ষ স্বামী সুখরঞ্জন মহারাজ, সাংবাদিক মানিক ভৌমিক, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা,

সাধারন সম্পাদক সুমন সরকার জয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিথি সরকার,সনাতনি ছাত্র জনতা ঐক্য পরিষদের কানাই চন্দ্র দেক, পুরান বাজার পালপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক বলাই সরকার ,বালিয়া পূজা কমিটির সভাপতি তিমির নাহা , দুলাল চন্দ্র দেবনাথ,

গোপাল জিউর আখড়ার সাধারন সম্পাদক বাপি পাল , মাখন কর্মকার প্রতাপ সাহা রোড, মেথা রোড পূজা মণ্ডপের সাধারন সম্পাদিকা বুলু চক্রবর্তী, কল্পনা সরকার, গোপাল জিউর আখড়ার চির রঞ্জন রায়, পুরান বাজার হরিজন পল্লীর প্রদীপ দাস, প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দিরের রনজিত সাহা মুন্না প্রমুখ।

সম্পর্কিত খবর