চাঁদপুর খবর রিপোর্ট :চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি চাঁদপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নিকট বিদায়ী জেলা প্রশাসক কামরুল হাসান দায়িত্বভার হস্তান্তর করেন । সেই সাথে বিদায়ী জেলা প্রশাসক কামরুল হাসান কমস্থল থেকে বিদায় নেন ।
জানা গেছে, নবাগত চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন চাঁদপুর জেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন । নবাগত জেলা প্রশাসককে আরো অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন।
জানা গেছে, মোহাম্মদ মহসীন উদ্দিন এর নিজ জেলা ময়মনসিংহ। তিনি ২৪তম বিসিএস ক্যাডার কর্মকর্তা। এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সর্বশেষ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (পরিকল্পনা-২ শাখা) হিসেবে দায়িত্ব পালন করেন।
গত সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (পরিকল্পনা-২ শাখা) মোহাম্মদ মহসীন উদ্দিনকে চাঁদপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।