স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ইউনিয়নের এগারশত ১ জন টিসিবি কার্ডধারীর মাঝে চাল ৫কেজি, ডাল ২ কেজি, তেল ২ লিটার করে বিতরণ করা হয়। সুষ্ঠ ও সুন্দর ভাবে টিসিসি পণ্য বিতরণ হওয়ায় উপকার ভোগীরা দায়িত্বরত সকলকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময়র এ সময় আশিকাটি ইউনিয়ন ট্যাগ অফিসার মোবারক হোসেন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউছুফ মিন্টু, সাধারণ সম্পাদক আলী আশরাফ রিপন কাজী, সিনিয়র সহ-সভাপতি, ওয়ার্ড সদস্য বিল্লাল মাল, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, বিএনপি নেতা হারুন অর রশিদ সরকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন খান, সাবেক ছাত্রদল নেতা বকুল মাল, আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় মাল প্রমুখ।
এ সময় আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আরশাফ রিপন কাজী বলেন, আশিকাটির কার্ডধারী অসহায় দুস্থ্য যাতে সঠিক ভাবে তাদের কার্ডের মালামাল পায়, তার জন্য আমরা আশিকাটি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সকলে মিলে দায়িত্ব নিয়ে কার্ডধারীদের মাঝে টিসিবির মালামাল দেওয়া হয়। সাবেক স্বৈরশাসকের আমলে আওয়ামী লীগের নেতাকার্মীরা টিসিবির কার্ডগুলো নিজেদের মাঝে রেখে নিজেরাই লুটপাট করেছে, অনেক কার্ডধারী মালামাল পায়নি, আমরা যাতে সকল কার্ডধারী মালামাল পায়,তারজন্য সকল কার্ডধারীর মাঝে কার্ড দিয়ে মালামাল বিতরণ করছি।