চাঁদপুর খবর রিপোর্ট : বিগত ২৫ আগষ্ট বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে চাঁদপুরে মানববন্ধন ও ঢাকায় সমাবেশে বিশৃংখলা অংশ গ্রহন করায় চাঁদপুরের ৫০ জন আনসার সদস্যকে শোকজ ও ফ্রিজ করা হয়েছে ।
চাঁদপুর জেলা আনসার কমান্ড্যান্ট মো:শাহজালাল ছোয়াদ গতকাল ১০ সেপ্টেম্বর দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেছে ।
জানা গেছে, বিগত ২৫ আগষ্ট চাঁদপুর প্রেসক্লাবের সামনে চাকুরী জাতীয়করণসহ কয়েকটি দাবীতে মানববন্ধন করে আনসার সদস্যরা । চাঁদপুরের আনসারের কিছু সদস্য ঢাকায় সমাবেশে অংশ নেন । চাঁদপুর জেলা আনসার কমান্ড্যান্টের অনুমতি ছাড়াই এসব আনসার সদস্য মানববন্ধন ও সমাবেশে অংশ নেন । যা চাকুরী নীতিমালা পুরোপুরি লংগন করেছে ।
চাঁদপুর জেলা আনসার কমান্ড্যান্ট মো:শাহজালাল ছোয়াদ গতকাল দৈনিক চাঁদপুর খবরকে, সমাবেশে ও মানববন্ধনে বিশৃংখলা করায় চাঁদপুরের ৫০ জন আনসার সদস্যকে শোকজ ও ফ্রিজ করা হয়েছে ।
এসব আনসার সদস্যরা বর্তমানে স্ব স্ব বাড়ীতে চলে গেছে ,চাকুরী চলে গেছে । এসব আনসার সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে । যাদের অপরাধ প্রমান হবে,তাদের চাকুরী যাবে প্রয়োজনে কিংবা আনসারদের বিরুদ্ধে মামলা হবে । যারা নিরাপরাধ তারা ছাড়া পাবে ।