স্টাফ রিপোর্টার : চাঁদপুরে পুরানবাজারে সংঘর্ষের ঘটনায় মামলা থেকে খালাশ পেলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ ৩৯ নেতাকর্মী। মামলা নং-জিআর ৭২১/২০১৮।
মঙ্গলবার সকালে চাঁদপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজেস্টেট শহিদুল আমিন আসামীদের খালাশের রায় প্রদান করেন।
জানা গেছে,২০১৮ সালে পুরান বাজারের মধ্যে শ্রীরামদী এলাকায় মারামারির ঘটনায় আওয়ামী লীগ নেতা সিডু দেওয়ান বাদী হয়ে শেখ ফরিদ আহমেদ মানিক সহ ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
মঙ্গলবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজেস্টেট সকল আসামিদের এই মামলা থেকে খালাস প্রদান করেন।
আসামী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন, অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিম ও অ্যাডঃ জাবির হোসেন।