চাঁদপুরের পুলিশ বিভাগে ব্যাপক রদবদল জরুরী :

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা পুলিশ বিভাগে ব্যাপক রদবদল জরুরী হয়ে পড়েছে । চাঁদপুর জেলা পুলিশ অফিসের আরআই এর মাধ্যমে তথ্য নিয়ে ৩ বছরের অধীক সময়ে চাকুরীরত পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের রদবদলের দাবী জানিয়েছে নাগরিক সমাজ ।

চাঁদপুর জেলা দক্ষ পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে এই দাবী জানান নাগরিক সমাজ । তবে গত দুই সপ্তাহে চাঁদপুর জেলা পুলিশের ৮টি থানার এসআই ও এএসআই রদবদল করা হয়েছে । চাঁদপুরের নবাগত ওসি হিসেবে যোগদান করেন মতলব উত্তরের ওসি আলমগীর হোসেন রনি ।

তিনি একজন দক্ষ ওসি হিসেবে সর্বমহলে পরিচিত রয়েছে । মতলব দক্ষিণ ওসি হিসেবে পদোন্নতি পেয়েছেন সালেহ আহমেদ । তিনি সেখানে ওসি তদন্ত হিসেবে ছিলেন ।

অপরদিকে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত ডিবির ( গোয়েন্দা শাখার )ওসি এনামুল চৌধুরী সিলেটে বদলী ও চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই অফিসার হুমায়ুন কবির পঞ্চগর জেলা পুলিশে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে । গতকাল ৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা পুলিশের নির্ভরযোগ্য সূত্র দৈনিক চাঁদপুর খবরকে তথ্য নিশ্চিত করেছে । জানা গেছে, চাঁদপুর ডিবির ( গোয়েন্দা শাখার ) ওসি এনামুল হক চৌধুরী দীর্ঘদিন চাঁদপুরে কর্মরত ছিলো ।

তার দায়িত্বকালীন ডিবিতে সফলতা ছিলো না তেমন । শুধু রুটিন দায়িত্ব পালন করেছেন মাত্র । মাদক বিরোধী অভিযান দেখা যায়নি চোখে পড়ার মতো । তার অধীনের এসআই ও এএসআইরা তদন্তসহ নানা অভিযানে বির্তকে জড়িয়ে পড়ে ।যদিও ওসি বদলী হলেও বির্তকিত এসআই ও এএসআইরা এখনো বহাল তবিয়তে আছেন ।অবশেষে ডিবির ( গোয়েন্দা শাখার )ওসি এনামুল হক চৌধুরী সিলেটে বদলী করা হলো ।

অপর দিকে চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই অফিসার হুমায়ুন কবিরকে সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার থেকে পঞ্চগর জেলা বদলী করা হয় । যদিও তিনি পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশ উপেক্ষা করেন । কারণও ছিলো তখন পরিস্থিতি স্বভাবিক ছিলো না । তাই মডেল থানায়ই অবস্থান করেন । পরবর্তীতে এখন তাকে স্ট্যান্ড রিলিজ করা হলো । তিনি অবশেষে গত পরশু মডেল থানা থেকে ছাড়পত্র নিয়ে পঞ্চগর জেলায় যোগদান করেন ।

জানা গেছে, চাঁদপুর জেলা পুলিশ বিভাগে ব্যাপক রদবদল জরুরী হয়ে পড়েছে । প্রতিটি থানায় ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিগত পতিত আওয়ামীলীগ সরকারের আমলে পোষ্টিং পাওয়া পুলিশ অফিসাররা বছরের পর বছর একই স্টেশনে চাকুরী করছেন । অনেকের বিরুদ্ধে জেলা পুলিশ অফিসে রয়েছে বিস্তর অভিযোগ । কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি কিংবা বদলী করা হয়নি কিংবা বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়নি ।

বহাল তবিয়তে পদ আকড়ে আছেন বছরের পর বছর একেই স্টেশনে । অনেকের আছেন ঘুরে ফিরে একেই জায়গায় আছেন তদবিরের জোরে ।

চাঁদপুর জেলা পুলিশ অফিসের আরআই এর মাধ্যমে তথ্য নিয়ে ৩ বছরের অধীক সময়ে চাকুরীরত পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের রদবদলের দাবী জানিয়েছে নাগরিক সমাজ । চাঁদপুর জেলা দক্ষ পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে এই দাবী জানান নাগরিক সমাজ ।

 

সম্পর্কিত খবর