চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জিএম শাহীন গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তার স্ত্রী দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেন । তিনি কিডনীজনিত রোগে আক্রান্ত হয়েছেন।
জানা যায়, গত এক সপ্তাহ আগে কিডনি জটিলতা নিয়ে সাংবাদিক জিএম শাহীন অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হন । সুস্থ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে এবং সার্বক্ষনিক অসুস্থ জিএম শাহীনের খোঁজখবর রাখা হচ্ছে ।
এ ছাড়াও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম এর পক্ষ থেকে খোঁজখবর রাখা হয়েছে ।
সাংবাদিক জিএম শাহীনের পরিবার সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন।