স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন রনি চাঁদপুর সদরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এবং মাদক ও কিশোর গ্যাং দমনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যয় ব্যাক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সংগঠক ও চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি সামিউল প্রধান, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচএম শরীফ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূরনবী আহমেদ সহ জেলা গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন রনিকে ফুলেল শুভেচ্ছা জানান।