মতলব দক্ষিণে গলায় দড়ি দিয়ে নববধূর আত্মহত্যা : থানায় মামলা

সমির ভট্রাচার্য্য : মতলবে গলায় দড়ি দিয়ে তামান্না আক্তার (২০) নামে এক নববধূ আত্মহত্যা করেছে । এ ঘটনাটি ঘটেছে মতলব পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিন নলুয়া গ্রামে ।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায় বিয়ের ১১ দিনের মাথায় গত ১ সেপ্টেম্বর বেলা ১২টার সময় বাড়ীর লোকজনের অগোচরে দক্ষিন নলুয়া গ্রামে স্বমী মনির মৃধার বসত ঘরের আড়ার সাথে দড়ি বেঁধে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোবারকদী গ্রামের শাহজাহান গাজীর মেয়ে নববধূ তামান্ন আক্তার । নববধূর মৃত্যু নিয়ে এলাকায় চলছে গুঞ্জন । কেউ বলছে আত্মহত্যা আবার কেউ বলছে হত্যা ।

খবর পেয়ে এসআই সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান এবং সুরতাল শেষে লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠান । এ ঘটনায় তামান্নার পিতা শাহজাহান গাজী বাদী হয়ে মতলব দক্ষিন থানায় মামলা দায়ের করেন।
মামলা নং ১/ ২-৯-২৪ । তিনি বলেন আমার মেয়েকে হত্যা করে লাশের গলায় দড়ি দিয়ে টানিয়ে রেখেছে । এ বিষয়ে স্বামি মনির মৃধার মোবাইলে একাধিক বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ।

উল্লেখ্য গত ২১ আগষ্ট তামান্না আক্তারের সাথে পরিবারিক ভাবে বিয়ে হয়। দক্ষিন নলুয়া গ্রামের জব্বর ছেলে মনির মৃধার সাথে বিয়ের ১১ দিন পর নববধূর মৃত্যু এলাকায় চলছে জল্পনা কল্পনা।

এ বিষয়ে অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে ।

 

সম্পর্কিত খবর