বিশেষ প্রতিনিধি : মাদ্রাসার ছাদ সংকারের জন্য ঢেউ টিন, ৬০ জন শিক্ষার্থীর জন্য খাবার ও কোরআন শরীফ উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু অধিকার চাঁদপুর’।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) চাঁদপর সদর উপজেলার বাহের খলিশাডুলি কারীমিয়া রজবিয়া দারুল উম্মুল মাদ্রাসা, এতিমখান ও লিল্লাহ বোডিং এসব অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠন সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সহ-সভাপতি রিয়াজ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, প্রচার সম্পাদক রাহাত হাসান ও সংগঠনের সম্মানিত সদস্য ফারিস আল হাসান।
এসময়ে সংগঠন সভাপতি ও সাধারন সম্পাদক সবার কাছে দোয়া প্রত্যাশা করেন যাতে করে, ভবিষ্যতে আরো বেশি করে সামাজিক এবং সেবামূলক কাজ বৃদ্ধি করা যায়।
২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শিশুদের নিয়ে কাজ শুরু করে। বিশেষ করে করোনাকালীন সময়ে পথ শিশুদের খাবার উপহার, ঈদ সামগ্রী উপহার, শীত বস্ত্র বিতরণ ছিলো অন্যতম। চাঁদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজস্ব অর্থয়ানে এই সংগঠনটি পরিচালনা করছে।