চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর পৌর শাখার যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব খাঁন মুন্না কে বহিষ্কার করা হয়েছে।
গতকাল ২সেপ্টেম্বর (সোমবার) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে চাঁদপুর সদর পৌর শাখার যুবদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিস্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলা শাখার সদর পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহবুব খাঁন মুন্না কে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতৃবৃন্দের অপকর্মের কোন দায়-দায়িত্ব দল নিবেনা এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।