ইব্রাহিম খান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে সদর ও পৌর বিএনপির আয়োজনে মিলাদ দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এরপর দুপুরে শহরের চিত্রলেখা মোড় এলাকায় শ্রমজীবি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও পরিচালনা করেন সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হাফেজ মো. জাকির হোসেন মৃর্ধা।
দোয়া অনুষ্ঠানে পৌর ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।