চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পুরানবাজার ডিগ্রী কলেজের বির্তকিত প্রাক্তন অধ্যক্ষ রতন কুমার মজুমদারের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় হামলা ,ভাংচুর ও নাশকতার ঘটনায় মাম আসামী করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার মামলা নং ২৫ তাং ২৭ আগষ্ট ২০২৪ ইং। এজহারভুক্ত এই মামলায় রতন কুমার মজুমদার ৬নং আসামী করা হয়।
মামলার বাদী হলেন মোক্তার আহমেদ পাটওয়ারী হাইমচর, চাঁদপুর সদর ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুরানবাজার ডিগ্রী কলেজের বির্তকিত রতন কুমার মজুমদার (চুক্তিভিত্তিক অবৈধ নিয়োগ) অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ।
বর্তমানে রতন কুমার মজুমদার আত্নগোপনে রয়েছেন। পুলিশ উভয়কেই খুঁজছে।
এ মামলার তদন্তকারী এসআই লোকমান হোসেন। তিনি গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান,মামলাটি তদন্ত চলছে। এজহারভূক্ত আসামী রতন কুমার মজুমদরকে তদন্ত সাপেক্ষে গ্রেফতার করা হবে ।