স্টাফ রিপোর্টার : অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আয়োজনে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবীতে চাঁদপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট শুক্রবার বিকেলে শহরের ১১নং ওয়ার্ডস্থ ইচুলী বালুর মাঠে সমাবেশে বক্তব্য রাখেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সদস্য সচিব অ্যাড. প্রফেসার জিয়াউর রহমান, যুগ্ম সদস্য সচিব মো. মাহবুবুল আলম চৌধুরী।
বক্তারা বলেন, আওয়ামী লুটেরা ১৬ বছরের লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদেরকে আইনের আওতায় এনে সেই লুন্ঠিত অর্থ উদ্ধার করতে হবে। আওয়ামী লুটেদের লুণ্ঠিত অর্থ আপনাদের ও আমাদের সকলের। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক ভাবে অনেক কষ্ঠে আছে। আওয়ামী লুটেদের লুণ্ঠিত অর্থ উদ্ধার করে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিতে গণমুখী বিনিয়োগ করার আহ্বান জানান বক্তরা।
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠক মো. বাচ্চু বেপারীর সভাপতিত্বে এবং আব্দুর রহমান বাচ্চুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠক মো. আব্দুস ছাত্তার, হাজীগঞ্জের মরিয়ম বেগম, মর্জিনা বেগম, মোসাম্মদ আকলিমা আক্তারসহ আরো অনেকে।
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আয়োজনে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবীতে চাঁদপুরে সমাবেশে চাঁদপুর জেলার সকল উপজেলা থেকে হাজার হাজার নারী—পুরুষরা উপস্থিত ছিলেন।