চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা ড্যাবের উদ্যোগে ত্রাণ সামগ্রি গতকাল শুক্রবার (৩০ আগস্ট) বিতরণ করা হয়েছে।
চাাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামে বন্যার্তদের (অসহায় মানুষের) মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
চাঁদপুর জেলা ড্যাবের সভাপতি ডা: মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা ড্যাবের অন্যতম সদস্য ডা: সৈয়দ আহমদ কাজলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ত্রাণ বিতরণ কমিটির আহবায়ক ডা. মোস্তাক রহিম স্বপন, ড্যাবের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো. আবু নাছের।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা: মাহবুবুল আলম, বিশিষ্ট চিকিৎসক ডা: জাহাঙ্গীর খান ও ডা: গফুর প্রমুখ।