ইব্রাহিম খান : চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসের বিতর্কিত ফিল্ড সুপারভাইজার রবিউলকে অবশেষে মতলব উত্তর উপজেলায় বদলী করা হয়েছে।২৯ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম।
উল্লেখ্য চাঁদপুরের অন্যতম শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবরে বিতর্কিত ফিল্ড সুপারভাইজার রবিউলের একাধিক অনিয়মের চিত্র তুলে ধরলে বিষয়টি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলামের নজরে আসে।তখই তিনি বিষয়টি ভালো ভাবে খোজখবর নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন।তাকে মতলব উত্তর উপজেলা সমাজসেবা অফিসে বদলী করেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম বলেন, তাকে মতলব উত্তরে বদলী করা হয়েছে।আর মতলব উত্তরের তাকে এখানে আনা হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সু-নির্দিষ্ট অভিযোগ থাকলে তথ্য দিয়ে তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করুন।
এদিকে দৈনিক চাঁদপুর খবরে সংবাদ প্রকাশের পর রবিউলের বিরুদ্ধে বিভিন্ন তথ্য আসছে।