স্টাফ রির্পোটার: চাঁদপুরে পানিবন্দী ও বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন মানুষের মাঝে ত্রাণ সহায়তার পাশাপাশি এবার সেসকল ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি চাল বিতরণকালে তদারকি করে খোঁজ খবর নিলেন বৈষম্য বিরোধী ছাত্ররা।
২৯ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের চাল বিতরী কার্যকমে অনিয়ম এর খোঁজ খবর নেন। তাদের উপস্থিতি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি ত্রান সহায়তার চাল বিতরণ করা হয়।
এর কয়েকদিন পূর্বে সুষ্ঠুভাবে এসব চাল বণ্টনের বিষয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতের সাথে এক মত বিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্ররা।
তারই প্রেক্ষিতে বালিয়া ইউনিয়নে সরকারি ত্রাণ বিতরণ কর্মকান্ডে বৈষম্য বিরোধী ছাত্ররা উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের.মো.জোবায়ের ইসলাম, আব্দুল্লাহ আল কাফি, মোঃ আব্দুল্লাহ, মেহেদী হাসান, ফারিহা নিশাত, ফয়সাল, জুবায়ের হোসেন প্রান্ত, নাদিম পাটোয়ারী মেজবাহ উদ্দিন মিশু প্রমুখ ।