চাঁদপুর খবর রিপোর্ট : শিশু আব্দুর রাহিম আবির (১২) ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার।
৫ দিন ধরে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার মা-বাবার। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তার বয়স ১২ বছর। গত ২৫ আগস্ট লঞ্চে উঠে চাঁদপুরের দিকে চলে আসে। তার পিতা মোহাম্মদ শাহিন, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত কাল ২৯ আগস্ট ফতুল্লা থানা, জেলা নারায়ণগঞ্জ পুলিশকে অবহিত করেন। পুলিশ গতকাল রাতে দৈনিক চাঁদপুর খবর সম্পাদককে বিষয়টি অবহিত করেন।
কউ আব্দুর রাহিম আবিরের সন্ধান পেলে ০১৭১৫-৩১৮৭৮১ নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে।