স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের ২৫ আগষ্ট ২০২৪ খ্রি. তারিখে প্রকাশিত স্বারকে জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনার আলোকে বিগত ০৬ জানুয়ারি ২০০৯ হতে ৫ আগষ্ট ২০২৪ পর্যন্ত চাঁদপুর জেলা ম্যাজিষ্ট্রেসি হতে যে সমস্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে।
তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হলো। আগামী ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মধ্যে স্থগিতকৃত সেসকল লাইসেন্সের বিপরীতে ক্রয়কৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে। আদেশক্রমে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।