স্টাফ রিপোর্টার: সরকারি ত্রাণ সহায়তা সুষ্ঠুভাবে বণ্টনের বিষয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতের সাথে বুধবার (২৮ আগস্ট) মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্ররা।
মতবিনিময় কালে আজ বৃহস্পতিবার বালিয়া ইউনিয়নে সরকারি ত্রাণ বিতরণ কর্মকান্ডে বৈষম্য বিরোধী ছাত্ররা উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন, বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের.মো.জোবায়ের ইসলাম, আব্দুল্লাহ আল কাফি, মোঃ আব্দুল্লাহ, মেহেদী হাসান, ফারিহা নিশাত, ফয়সাল, জুবায়ের হোসেন প্রান্ত, নাদিম পাটোয়ারী মেজবাহ উদ্দিন মিশু প্রমুখ।
এছাড়াও চাঁদপুরে বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন আসমান কেন্দ্র এবং পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। গত কয়েকদিনের ন্যায় ২৮ আগস্ট বুধবার চাঁদপুরের বৈষম্য বিরোধী ছাত্ররা শাহরাস্তি উপজেলা তিনটি আশ্রয়ন কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করেন।
এছাড়াও চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া শ্রীপুর গ্রামে ১২টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। তাদের এই মানবিক কার্যক্রমে বৈষম্য বিরোধী ছাত্রদের পরিশ্রমী একদল মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে।