ফেনী ও লক্ষীপুরের বন্যার প্রবাহমান পানির চাপে ক্ষতিগ্রস্থ হওয়া কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের পিপলকরা, বড় ভবানিপুর ও ছোট ভবানিপুরসহ বেশ কয়েকটি গ্রামের অসহায় বানভাসী মানুষের পাশে দাড়িয়েছেন কচুয়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
২৮ আগস্ট বুধবার বিকেলে কচুয়া উপজেলা জামায়াতের আমির এ্যাডভোকেট আবু তাহের মেজবার নেতৃত্বে ওই তিনটি গ্রামের দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেয়া হয়।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. মোহাম্মদ আলী সিদ্দিকী, ১২নং আশ্রাফপুর ইউনিয়ন জামায়াতের আমির মারুফ আহমেদ সুমন ও সেক্রেটারি মাওলানা শরীফ উল্যাহ পাঠান শরীফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।