প্রেস বিজ্ঞপ্তি : গতকাল মঙ্গলবার (২৮ আগস্ট) মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরের প্রতিষ্ঠাকালীন সদস্য ও দীর্ঘদিনের অবৈতনিক সাধারণ সম্পাদক, চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা রোটারিয়ান ডাঃ আব্দুল গফুর মহোদয়ের মৃত্যুবার্ষিকী ও সমসাময়িক প্রয়াত হাসপাতালের বিভিন্ন পরিষদের সম্মানীত সদস্যগণের রুহের মাগফিরাত কামনায় মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে মিলাদ ও দোয়ার ব্যবস্থা করা হয়।
একাধিক হাফেজে কোরআনের সমন্বিত পবিত্র কোরআন পাঠের মাধ্যমে কোরআন খতমের পর দোয়া মোনাজাত শেষে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
পরবর্তীতে সকলের উপস্থিতিতে চাঁদপ্রু বাসস্ট্যান্ড সংলগ্ন গৌর-এ-গরীবা’য় গিয়ে কবর জিয়ারত পূর্বক কবরবাসীদের জন্য সম্মিলিত দোয়া করা হয়।