স্টাফ রিপোর্টার : টানা ভারি বর্ষনে চাঁদপুরের চার উপজেলার তিব্র জলাবদ্ধতা দেখা দেয়। এতে দুর্ভোগে পড়েছে পানিবন্ধী কয়েক লাখ মানুষ। জেলার সদর উপজেলায় পানি কমলেও এখনও পানি বন্ধী ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও শাহরাস্তির সহস্রাধিক পরিবার।
বুধবার (২৮ আগস্ট) জেলার ফরিদগঞ্জ উপজেলার পানি বন্ধী ৫০টি পরিবারকে উপহার হিসেবে শুকনো খাবার দেয় সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যান সংস্থা।
উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রাম, সাছিয়া খালি সহ বিভিন্ন ওয়ার্ডের পানি বন্ধী মানুষের মাঝে এ শুকনো খাবার বিতরণ করা হয়।
ওই সময় পানি বন্ধী পরিবার গুলোর মধ্যে খাদ্যের জন্য হাহাকার দেখা গিয়েছে।
সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী জানান, অন্যের সহোযোগিতায় সংগঠনের পক্ষ থেকে সল্প পরিসরে শুকনো খাবার নিয়ে পানি বন্ধী পরিবারগুলোর পাশ্বে দাঁড়ানোর চেষ্টা করেছি। ফরিদগঞ্জের সাছিয়া খালি গ্রামে দেড় কিলোমিটার হেঁটে যেতেও কষ্ট এমন জায়গায় গিয়ে খাদ্যের জন্য মানুষের হাহাকার দেখি।
সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যান সংস্থা অতীতের মতো ভবিষ্যতে অসহায় মানুষের পাশ্বে থাকবে বলেও জানান তিনি।
শুকনো খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ জালাল মানিক, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নাছিমুল বারি, সোহরাব হোসেন, মো. রাসেল হোসেন, মো. ইয়াসিন, নাজির আহমেদ, মহিন উদ্দিন, মো. রনি, প্রমুখ।