মো:রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে ইউএনওর সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮আগস্ট (বুধবার) চাঁদপুর সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এবং সদর উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত জামিল সৈকত।
তিনি বক্তব্যে বলেন, আপনাদের নিয়ে যেন প্রতিষ্ঠানগুলোতে যেন স্বচ্ছতা নিশ্চিত করতে পারি আপনারা আমাকে সহযোগিতা করবেন। ইউএনও হিসেবে সম্মানিত প্রধানগণদের সাথে আজ কথা বলেছি। ইউএনওদের সরকার যে দায়িত্ব দিয়েছেন তা চ্যালেঞ্জিং। কারণ আগে একজন সভাপতি একটি প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন, এখন ইউএনওকে অনেকগুলো প্রতিষ্ঠানের জন্য সেবা দিতে হবে। এছাড়াও ইউএনও হিসেবে আমার প্রশাসনিক অনেক দায়িত্ব পালন করতে হয়। আপনাদের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রয়াস থাকলে আমরা সফল হবো। আপনারা আন্তরিকভাবে কাজ করবেন, পরামর্শ ও সহযোগিতা নিবেন। আমি বলতে আমি নই বরং যে যখন ইউএনও এর চেয়ারে থাকবেন উনি সভাপতির দায়িত্ব পালন করবেন। আইন প্রনয়ন হয় সংসদে এবং কার্যকর করতে হয় নির্বাহী আদেশে। কমিটির সভাপতি ব্যতীত অন্য সদস্যদের ব্যাপারে স্পষ্ট কোন তথ্য এখনও দেয়নি। আপনাদেরকে ধৈর্যশীল হতে হবে। আপনাদের কাছে আমার একটি চাওয়া, আপনারা সাহসিকতা ও সততার সহিত দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে আমার সহযোগিতা নিবেন। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চলবে। বোর্ড মন্ত্রণালয়ের পরিপন্থী সিদ্ধান্ত করলে তা মানা হবে না।
চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (রুটিন দায়িত্ব) সুমন কুমার দাস এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মান্দারী ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো: নেছার আহমেদ, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, খেরুদিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম, ছোটসুন্দর আল আমিন সিদ্দিকীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো: আবুল ফারাহ, রামপুর আদর্শ আলিম মাদরাসার অধ্যক্ষ আবু জাফর মো: মাঈনুদ্দিন, দক্ষিন দাসাদী আলিম মাদরাসার অধ্যক্ষ মো: ছালেহ আহমেদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন, বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল হোসেন, বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইমাম হোসেন,
বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারী, চান্দ্রা বাজার এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আওলাদ হোসেন, ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হারুন-অর রশিদ, ডাসাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সফিকুল ইসলাম, হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক মো: মুনির আহমেদ ছিদ্দিক, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খোরশেদ আলম, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার আহমেদ,
এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাখাওয়াত হোসেন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের মো: খোরশেদ আলম মোল্লা, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মান্নান, নানুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, পশ্চিম সকদি ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হান্নানুর রহমান, রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সফি উল্ল্যাহ, সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল আজিজ, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল আজিজ, তরপুরচন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন খন্দকার সহ উপজেলার শতাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।