মামুন হোসাইন ঃ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফ খাঁনকে দূর্নীতি, চাঁদা ও অস্ত্রোবাজ হিসেবে আখ্যায়িত করে তাঁর বিচার এবং পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনতা অংশ গ্রহণ করে।
বিক্ষোভ শেষে পরিষদের সামনে সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান মো. শরীফ খাঁন ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের দুর্নীতি করেছেন। ইতোমধ্যে তার বাড়ি থেকে অবৈধভাবে রাখা ককটেল, সরকারি কম্বল, ভিজিডির চালসহ টিসিবির বিভিন্ন পণ্য উদ্ধার করেছে প্রশাসন। চেয়ারম্যানের অত্যাচারে ইউনিয়নের লোকজন ছিল অতিষ্ঠ।
চেয়ারম্যানের নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ইউনিয়ন জুড়ে চাঁদাবাজীর মহোৎসব করেছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই সন্ত্রাসী বাহিনী দিয়ে চলতো নির্যাতন, যে কারণে তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে পরবর্তিতে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।
এর আগে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিলেও চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান বৈষম্যবিরোধী ছাত্রসমাজ।
এসময় বৈষম্যবিরোধী ছাত্রসমাজের পক্ষে বক্তব্য রাখেন, জুনায়েদ খান, শাকিব খান, আরমান হোসেন, স্থানীয় জনতার পক্ষে বক্তব্য রাখেন, শিক্ষক হারুনুর রশিদ জামাল, জাকির হোসেন পাটওয়ারী প্রমুখ।