চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পেয়েছেন ওসি তদন্ত মীর রাজ্জাক।
গত ২৬ আগস্ট রাতে বিদায়ী ওসি শেখ মুহসীন আলম বদলী হওয়ার পর ওসির চার্জ(দায়িত্ব) ওসি তদন্ত মীর রাজ্জাকের নিকট হস্তান্তর করেন ।
গতকাল ২৭ আগষ্ট দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত ওসি মীর রাজ্জাক ।
তিনি বলেন , মডেল থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পেয়েছি । ওসি হিসেবে কেউ আপাতত আসছে না ।তিনি ওসির দায়িত্বকালীন সময় সবার সহযোগিতা কামনা করেন ।
জানা গেছে,একজন ভদ্র ,দক্ষ পুলিশ অফিসার হিসেবে মডেল থানায় ওসি তদন্ত মীর রাজ্জাকের সুনাম রয়েছে ।