স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত রাকিব জমদারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সহযোগিতায় এ অনুদান প্রদান করা হয়।
এসময় চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন,ইউনিয়ন যুবদলের সভাপতি কালুসহ স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।