চাঁদপুর খরর রির্পোট: শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে গ্যাসের সিলিন্ডারের দাম অতিরিক্ত রাখার অপরাধে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬টি পৃথক মামলায় ৬জন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল ২৬আগস্ট (সোমবার) মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।
অভিযানে ২০০৯ এর এর বিভিন্ন ধারায় অভিযান পরিচালনা করে ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ন্যায্যমূল্যের অধিক দাম রাখবে না মর্মে ব্যবসায়ীদের নিকট হতে মুচলেকা গ্রহণ করা হয়।শাহরাস্তি উপজেলার সকল ব্যবসায়ীকে পাকা স্লিপ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হলো।