বিশেষ প্রতিনিধি: দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষের কল্যাণ কামনা করে চাঁদপুরে বিভিন্ন মন্দিরে প্রার্থনার আয়োজন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ।
এবছর জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবটি সংক্ষিপ্ত করে এই অথ বন্যাদুর্গতদের জন্য বরাদ্দ প্রদান করেছেন।
(সোমবার ২৬ আগস্ট) বিকেল ৫টায় বানিজ্য এলাকা পুরান বাজার রাম ঠাকুর মন্দিরে প্রার্থনার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে হরিসভা মন্দির, নতুন বাজার কালীবাড়ি মন্দির সহ সকল মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষচন্দ্র রায়, সাধারণ সম্পাদক কামাল কুমার ঘোষ,যুগ্ম সম্পাদক গোপাল সাহা,জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, যুগ্ম সম্পাদক বিপ্লব দাশ কুট্টি, সাংগঠনিক সম্পাদক মানিক সূত্রধর,
সহ-সভাপতি মানিক ঘোষ, দুলাল হালদার, অর্থ সম্পাদক বলাই সরকার, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, আন্তর্জ্য উপজেলা প্রযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, পুরান বাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রণব সাহা, সহ সভাপতি লিটন দাস, সাধারন সম্পাদক রিপন দে।
পুরান বাজার দাসপাড়া শিব মন্দির জন্মাষ্টমীর যেমন পরিষদ সভাপতি শাওন দাস,সাধারন স্পাদক সুব্রত দাস, উপদেষ্টা লিটন সাহা,সমীর দাস প্রমুখ।